বাংলাদেশের ক্রিকেট এখন অন্য উচ্চতায় পৌঁছে গেছে। এক সময় ছোট দলের তকমা নিয়ে বিশ্বকাপ খেলতে যেত টাইগাররা। এখন দিন বদলেছে। দল হিসেবে বড় হয়েছে বাংলাদেশ, তারকাদেরও বিশ্বজুড়ে তৈরি হয়েছে ভক্ত-সমর্থক।<br /><br />বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে এক নজর দেখতে কিংবা একটু ছুঁয়ে দেয়ার ইচ্ছায় যেমন কার্ডিফে হুলস্থুল লেগে গেল স্থানীয় ভক্ত-সমর্থকদের। তাদের মধ্যে বেশিরভাগই স্কুল কিংবা কলেজ পড়ুয়া শিশু-কিশোর।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/502437<br />https://www.jagonews24.com/sports/cricket/502442<br /><br />#cwc2019 #tiger_bcb